Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

রাজধানীতে আবদুল গণি রোয থেকে এক পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে আবদুল গণি রোডের পুলিশ কন্ট্রোল রুমের ১ নম্বর ভবনের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত সুধাংশু কুমার বিশ্বাসের (২৪) বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খাড়াসুনি গ্রামে। তিনি পিওএম-পূর্ব বিভাগে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সুধাংশু আত্মহত্যা করেছেন।
ডিএমপির রমনা বিভাগের ডিসি মো. সাজ্জাদুর রহমান জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ কন্ট্রোল রুমের ভবন থেকে পড়ে ওই পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরে দ্রæত তাকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ