Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টে দুটি পিটিশন দায়ের আইইউএমএল’র

নাগরিকত্ব আইনের বিজ্ঞপ্তি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম


সংশোধিত নাগরিকত্ব আইন(সিএএ)কে অসাংবিধানিক আখ্যা দিয়ে আগেই সুপ্রিম কোর্টে তার বিরোধিতা করেছে। ফের সিএএ নিয়ে কেন্দ্রের সা¤প্রতিক বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতে গতকাল দুটি নতুন পিটিশন দিল ইন্ডিয়ান ইউনিয়ন অব মুসলিম লিগ (আইইউএমএল)।
পিটিশনে সুপ্রিম কোর্টকে আবেদন করা হয়েছে, কেন্দ্রের কাছে জানতে চাওয়া হোক, দেশব্যাপী জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) তৈরির প্রক্রিয়া চালানো হবে কিনা। সিএএ সংক্রান্ত আবেদনের শুনানি হবে ২২ জানুয়ারি।
উত্তরপ্রদেশে ৪০ হাজার অ-মুসলিম অভিবাসীকে নাগরিকত্ব দেয়ার তোড়জোড় চলছে বলে শীর্ষ আদালতে দেয়া পিটিশনে জানিয়ে আইইউএমএলের দাবি, সিএএ ২০১৯ এর আইনি বৈধতার ওপর শুনানি চলা পর্যন্ত এই প্রক্রিয়া স্থগিত রাখতে বলা হোক।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দু’জনে দু’রকম কথা বলছেন জানিয়ে আইইউএমএলের প্রশ্ন, এনআরসি তৈরির ভিত্তি হিসাবে কি ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রারকে (এনপিআর) কাজে লাগানো হবে।
প্রসঙ্গত, কেরল সরকারও সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব পাশ করেছে, সুপ্রিম কোর্টেও তাকে চ্যালেঞ্জ জানিয়েছে। নয়া নাগরিকত্ব আইনে ২০১৪-র ৩১ ডিসেম্বর পর্যন্ত তিন প্রতিবেশী দেশ পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে পালিয়ে আসা অ-মুসলিম ৬টি সংখ্যালঘু গোষ্ঠীর শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেয়া হবে। সূত্র : এবিপি আনন্দ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুপ্রিম কোর্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ