Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চৌমুহনীতে ৪টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

বৃহত্তর নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীতে ৪টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা বিনতে রফিক। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে গ্যাসের লাইন, চুক্তির চেয়ে বেশি গ্যাস ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদনসহ নানা অনিয়মের অভিযোগে চারটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রতিষ্ঠান সমূহের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ এবং গ্যাস আইনে লাভনী বেকারিকে ৩০হাজার, ফাহিম ফুডসকে ৪৫ হাজার, শাহী হোটেলকে ১৫ হাজার ও বিসমিল্লাহ্ হোটেলকে ১৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা বিনতে রফিক বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিষ্ঠানকে জরিমানা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ