Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাজার অভিযানে ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : বাজার অভিযানে বিভিন্ন অপরাধে সুপারশপ মীনা বাজারসহ ১৯ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা জেলা কার্যালয় ও বিভিন্ন জেলা কার্যালয়ের ছয়জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগর, রাজশাহী, পিরোজপুর, টাঙ্গাইল, পাবনা ও সিলেটে সোমবার বাজার অভিযানে এ জরিমানা করা হয়। ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মÐলের নেতৃত্বে ঢাকা মহানগরীর ধানমÐি এলাকায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে মীনা বাজার ও প্রিন্স ফাস্টফুডকে যথাক্রমে ৫০ হাজার ও ২০ হাজার এবং ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে স্মার্ট ফুড ও দোসিন ফুডকে যথাক্রমে ২৫ হাজার ও ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। পিরোজপুরে তিনটি প্রতিষ্ঠানকে ৮ হাজার ৫০০, টাঙ্গাইলে একটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার, রাজশাহীতে একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার, পাবনায় চারটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার এবং সিলেটে তিনটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার কর্তৃক অভিযোগ শুনানির মাধ্যমে প্রতিশ্রæত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসকে তিন হাজার এবং ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে হ্যালো ফ্রাইড চিকেনকে দুই হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং দুজন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ১ হাজার ২৫০ টাকা প্রদান করা হয়। ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী কর্তৃক অভিযোগ শুনানির মাধ্যমে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে কমিক ক্যাফেকে দুই হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং একজন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ৫০০ টাকা প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাজার অভিযানে ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ