Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যর্থ হওয়ায় ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ট্রেড লাইসেন্স প্রদর্শনে

প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১১:০৯ পিএম, ৭ সেপ্টেম্বর, ২০১৬

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে সিটি ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিনের নেতৃত্বে গতকাল (বুধবার) মহানগর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এসময় ইপিজেড থানাধীন বে-শপিং সেন্টারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ও যথাসময়ে নবায়ন না করার দায়ে ফ্যান্টাসি বার্গারকে ৫ হাজার টাকা, ইউনুছ স্টোরকে ৫ হাজার টাকা, ভাই ভাই ক্লথ স্টোরকে ৫ হাজার টাকা, ফারিয়া কালেকশনকে ৫ হাজার টাকা, মডেল টাচকে ৫ হাজার টাকা, আল বারাকাকে ৫ হাজার টাকা, তাঁত মেলাকে ২ হাজার টাকা, নিউ ফ্যাশনকে ১ হাজার ৫শ’ টাকা ও দেওয়ান হাটস্থ ক্যাফে রুচিতাকে ২ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগসমূহের কর্মকর্তা-কর্মচারীগণ এবং সিএমপি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যর্থ হওয়ায় ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ