Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সবুজবাগে কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টায় মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২০, ১২:৫৫ এএম

রাজধানীর সবুজবাগ এলাকায় এক কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জাহিদুল ইসলাম (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার রাতে সবুজবাগ থানায় মামলা করেন ওই ছাত্রীর মা। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
সবুজবাগ থানার ওসি সোহরাব হোসেন জানান, ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে এক কলেজ ছাত্রীর মা মামলা করেছেন। এখনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
তিনি আরো জানান, সবুজবাগ এলাকার একটি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী ওই তরুণীর বাসার কাছে নিরিবিলি স্থান রয়েছে। ওই স্থানে তার চাচাতো ভাই জাহিদুল তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই তরুণী চিৎকার করলে আশপাশ থেকে লোকজন ছুটে আসেন। এ সময় জাহিদুল পালিয়ে যায়। এদিকে ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ