বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সশস্ত্র মহড়ার ছবি ভাইরালের ঘটনায় অভিযান চালিয়ে দুই সন্ত্রাসী নজরুল (৩৮) ও বশির (৩৩) কে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ। সোমবার মধ্য রাতে উপজেলার ধানখালী থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও ছোরা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ধানখালীতে তাপ বিদ্যুত কেন্দ্রের মালামাল নদী থেকে আনলোডের ঘাট নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজির ঘটনায় টিনু ও তনু বাহিনীর এসব সন্ত্রাসীরা অহরহ সশস্ত্র মহড়া দিয়ে আসছিল। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, অস্ত্রধারী সকল সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।