Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

বিশ্বনাথে অটোরিক্সা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষে আহত ৩৫

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২০, ৪:১৮ পিএম

সিলেটের বিশ্বনাথে অটোরিক্সা (সিএনজি) গাড়ি স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অনন্ত ৩৫জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার সিলেট-সুনামগঞ্জ সড়কের মাহতাবপুর মাছের আড়তের সামনে সবুজ মিয়া ও আবাস মিয়ার লোকজনের মধ্যে এঘটনা ঘটে। এসময় কয়েকটি অটোরিকশা (সিএনজি) গাড়ি ভাংচুর করা হয়।
আহতরা হলেন-সবুজ মিয়ার পক্ষে সবুজ মিয়া (৩৫), জাহাঙ্গীর আলম (২২), আনসার আলী (৪০), সুজন মিয়া (২০), ছাদিক মিয়া (২০), ছালেক মিয়া (১৮), জুয়েল আহমদ (২০), ফরহাদ মিয়া (১৮), মনসুর আলী (২০), এনায়েত হোসেন (২৫), কবির আহমদ (২৭), আলাধীন (১৭), ইমরান আহমদ (২২), গোলাম আলী (৩০), আবদুস সালাম (২৮), নজির আহমদ (২৪), আবদুল হাফিজ (১৯), আনোয়ার (৩৫),
এরই মধ্যে গুরুতর আহত অনন্ত ১০জনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষকালে সিলেট-সুনামগঞ্জ সড়কে প্রায় ঘন্টাখানিক সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি শান্ত হলে যানবাহন চলাচল শুরু করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকায় মাহতাবপুর মৎস্য আড়তের সামনে অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে দুটি গ্রুপের মাঝে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। মঙ্গলবার সকালে সবুজ মিয়ার পক্ষের লোকজন সিএনজি স্ট্যান্ড দখল নিতে সাইনবোর্ড নির্মাণ করে। এতে অপর পক্ষ আবাস আলী পক্ষের লোকজন বাঁধা দেয়। এনিয়ে প্রথমে কথাকাটাটি হয়। এরই এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাটি-সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পক্ষ অপর পক্ষকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষোপ করে। এতে সিলেট-সুনামগঞ্জ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধা ঘন্টাব্যাপি এ সংঘর্ষে উভয় পক্ষের অনন্ত ৩৫জন আহত হন।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা জানান, অটোরিকশা (সিএনজি) গাড়ির স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে শতাধিক পুলিশ ঘটনাস্থলে প্রেরণ করা হয়। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষে আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ