Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘সহিংস ঘটনার রিপোর্ট কমিশনে নেই’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

 ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন নিয়ে কোনো সহিংস ঘটনার রিপোর্ট নির্বাচন কমিশনের (ইসি) কাছে নেই। এমন ঘটনা কমিশনের কাছে আসলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ইসি। দুই সিটি নির্বাচনের দিন পরিবর্তনের বিষয়ে আদালত যে সিদ্ধান্ত দেবে তা বাস্তবায়ন করা হবে।

গতকাল সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিকেলে নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। রোববার নির্বাচনি প্রচারে সহিংসতার ঘটনা ঘটায় কমিশন উদ্বিগ্ন কি-না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশনের কাছে এ ধরনের কোনো রিপোর্ট নেই।

ইসি সচিব বলেন, এটা রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্ব। কোথাও এ ধরনের ঘটনা ঘটলে তার প্রমাণসহ রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আপত্তি দিতে পারেন ভুক্তভোগীরা। তখন রিটার্নিং কর্মকর্তার নিজ ক্ষমতাবলে ব্যবস্থা নেবেন। প্রয়োজন হলে, তা কমিশনে রেফার করলে (রিটার্নিং কর্মকর্তা রেফার করবেন) কমিশন ব্যবস্থা নেবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বা অন্য যেসব সংস্থা রয়েছে সরকারের, সবাইকে কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া আছে যেন সবাই সমভাবে প্রচার করতে পারে। উত্তর সিটির বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল অভিযোগ করেছেন, রোববার দুপুরে মিরপুর-১ এলাকার শাহ আলী মাজারের কাছে পুলিশের সামনেই তার প্রচার মিছিলে হামলা চালিয়েছেন ক্ষমতাসীন দলের কর্মীরা। অন্যদিকে ডিএনসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস অভিযোগ করেছেন, শনিবার সন্ধ্যায় রামকৃষ্ণ মিশন রোডে তার গণসংযোগে হামলা চালিয়েছেন প্রতিপক্ষ রাজনৈতিক দলের কর্মীরা।

এর আগে বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে হিন্দু-বৌদ্ধ-খিষ্টান ঐক্য পরিষদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ইসির পক্ষ থেকে এসব তথ্য জানান এ তথ্য জানান সচিব। আগামী ৩০ জানুয়ারি এ ঢাকার দুই সিটিতে ভোট অনুষ্ঠিত হবে। একই দিন সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। তাই ভোটের দিন পরিবর্তনের দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে ইসির সিদ্ধান্তের বিষয়ে মো. আলমগীর বলেন, এ বিষয়ে আদালতে একটি রিট মামলা হয়েছে। আজ মঙ্গলবার আদালত সিদ্ধান্ত দেবে। আমরা সেই সিদ্ধান্তের অপেক্ষায় আছি। মামলাটি আদালতে থাকায় এ বিষয়ে কমিশন এখন কিছু বলবে না। আদালত যেভাবে নির্দেশনা দেবেন, কমিশন সেভাবে পরবর্তী ব্যবস্থা নেবে।

ইসি সচিব বলেন, আমাদের সরকারি ক্যালেন্ডার মেনে চলতে হয়। সরকারি ক্যালেন্ডারে সরস্বতী পূজার বন্ধ দেখানো আছে ২৯ জানুয়ারি। এটা আবার ঐচ্ছিক বন্ধ, কোনো সরকারি বন্ধ নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কমিশন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ