মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ তার কাছে রয়েছে। সিনেটে ট্রাম্পের অভিশংসন শোনানির সময় এসব তথ্যপ্রমাণ সেখানে উপস্থাপন করা হবে। খবর রয়টার্সের। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি রোববার এসব কথা বলেন। তিনি আরও বলেন, খুব শিগগির সিনেটে এ বিষয়ে শোনানি হতে যাচ্ছে। তবে এর আগে হোয়াইট হাউস একটি বিবৃতিতে বলেছে, সিনেট শোনানিতে অভিযোগ থেকে ‹পুরোপুরি অব্যাহতি পাওয়ার ব্যাপারে নিশ্চিত› প্রেসিডেন্ট। আরও দুজন মার্কিন প্রেসিডেন্ট এর আগে অভিশংসিত হয়েছেন, তারা হলেন অ্যান্ড্রু জনসন ও বিল ক্লিনটন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে হাউস অব রিপ্রেজেন্টেটিভে অভিশংসিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প আর প্রেসিডেন্ট থাকতে পারবেন কিনা- তা নির্ভর করছে সিনেটের শুনানির ওপর। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্তের ম‚ল কারণ– তার বিরুদ্ধে অভিযোগ উঠে তিনি সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার ছেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত করতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির ওপর চাপ প্রয়োগ করেছিলেন। বাইডেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্ব›দ্বী হওয়ার কথা। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।