Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাতিয়ায় স্কুল ছাত্রীকে উত্যক্ত, ৩ জনের অর্থদণ্ড

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২০, ৪:২৮ পিএম

হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে তিন যুবককে অর্থদ- করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালে হরেন্দ্র মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূরে আলম। দ-প্রাপ্তরা হলো, ইয়াছিন আরাফাত অভি, আরমান হোসেন ও রায়হান উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, স্থানীয় রেহানিয়া উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ইয়াছিন আরাফাত অভি ও তার কয়েকজন বন্ধু উত্যক্ত করে বলে রবিবার একটি অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে হরেন্দ্র মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পেয়ে অভি ও তার দুই বন্ধুকে আটক করা হয়।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূরে আলম জানান, আটকের পর অভি ও তার দুই বন্ধু তাদের অপরাধ স্বীকার করে। পরে ইয়াছিন আরাফাত অভিকে ১৫হাজার ও আরমান এবং রায়হান উভয়কে ৫হাজার টাকা করে অর্থদ- করা হয়। একইসাথে আগামীতে এধরনের কাজ করবেনা মর্মে তাদের পরিবারের কাছ থেকে মুছলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অর্থদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ