Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর সেনবাগে দুই দোকান সিলগালা, অর্থদন্ড

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২১, ৭:৩০ পিএম

বাহির থেকে দোকানে তালা মেরে লকডাউন অমান্যকারী দুই ব্যবসায়ীকে আটক করে দোকান দুটি সিলগালা করে অর্থদন্ড করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাইফুল ইসলাম মজুমদার।

রোববার দুপুরের দিকে নোয়াখালীর সেনবাগ পৌর শহরে এ ঘটনা ঘটে।

সিলগালাকৃত প্রতিষ্ঠান গুলো হলো, সেনবাগ পৌর শহরে সুমি হার্ডওয়ার ও ভাই ভাই ষ্টোর। এসময় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আবদুল্লাহ আল মামুন ও টিকলু সাহা নামের দুই ব্যবসায়ীর ৩০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয় ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লকডাইনের ১০ম দিনে সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা রাখা, বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হওয়া ও মাক্স বিহনী ভাবে হাট-বাজারে ঘোরাঘুরি করার অপরাধে এসব অর্থদন্ড করা হয়।

এইকদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো.সাইফুল ইসলাম মজুমদার উপজেলার বিভিন্ন হাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২টি মামলায় ৬৫হাজার ৮শত টাকা অর্থদন্ড আদায় করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ