বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুরের ভাঙ্গা-মাওয়া মহাসড়কের বগাইল সেতুর রাস্তার পাশ থেকে আজ সকাল আটটার দিকে শহিদুল ইসলাম ওরফে ট্যারা মানিক নামে এক যুবকের লাশ উদ্ধার করা পুলিশ। সে মাদারীপুর জেলার শিবচর থানার কুতুবপুর গ্রামের রতন মোল্লার ছেলে। লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ ও এই ঘটনায় ভাঙ্গা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভাঙ্গা থানার এসআই শফিকুল ইসলাম জানান, পথচারীরা সকালে রাস্তার পাশে শহিদুল ইসলাম ওরফে ট্যারা মানিকের লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে এসআই বাকেরসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা ঘটনা স্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং লাশের পকেটে থাকা মোবাইলফোন থেকে তার স্বজনদের কাছ থেকে তার পরিচয় সনাক্ত করা হয়। পুলিশ আরও জানায়,শহিদুল ইসলাম ওরফে ট্যারা মানিক নামে ফরিদপুর কোঁতয়ালী থানায় বিস্ফোরক দ্রব্য ও মাদক আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।