Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পারিশ্রমিক ছাড়াই সিরিজে কাজ করলেন শাহরুখ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২০, ১:৫৪ পিএম | আপডেট : ১:৫৫ পিএম, ১৩ জানুয়ারি, ২০২০
অনেক বছর আগে শাহরুখ খানের সাথে আজাদ হিন্দ বাহিনী নিয়ে একটি ছবির কথা হয়েছিল পরিচালক কবীর খানের। সে ছবি হয়নি। তবে ডিজিটালে পা রাখার জন্য সেই প্রজেক্টকেই বেছে নিয়েছেন ‘এইটিথ্রি’র পরিচালক। ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে অ্যামাজন প্রাইমে স্ট্রিমিং হবে ‘দ্য ফরগটেন আর্মি: আজাদি কে লিয়ে’। পাঁচ এপিসোডের এই সিরিজে প্রতিটি পর্ব শুরুর আগে শাহরুখ খানের কণ্ঠে শোনা যাবে ন্যারেশন। সিরিজে মুখ্য ভূমিকায় রয়েছেন সানি কৌশল, শর্বরী ওয়াঘ, রোহিত চৌধুরী, শ্রুতি শেঠ প্রমুখ।

কবীর বলেছেন, ‘জেনারেল শাহনওয়াজ খানকে চিনতেন শাহরুখের বাবা, যিনি আজাদ হিন্দ বাহিনীর গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। আমি জানতাম, স্বাধীনতা সংগ্রামের বিষয়ে ওর আগ্রহ রয়েছে।’  কবীর আরও জানিয়েছেন, শাহরুখকে রাজি করানো খুব সহজ নয়। তবে এই ভয়েস ওভারের জন্য দ্রুত রাজি হয়ে যান। এই প্রজেক্টের জন্য তিনি কোনো পারিশ্রমিকও নেননি।
 


 

Show all comments
  • JH Alom ১৩ জানুয়ারি, ২০২০, ৩:০১ পিএম says : 0
    Good
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাহরুখ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ