Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‌তেজকু‌নি পাড়া থেকে তা‌বিথ আউয়ালের প্রচারনা শুরু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২০, ১১:৫৯ এএম

‌তেজকু‌নি পাড়া কমলীলতা মার্কেট থেকে চতুর্থ দিনের মতো প্রচারনা শুরু করেছেন ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল। আজ সোমবার বেলা ১১ টা ২০ মি‌নিটে দলীয় নেতাকর্মী‌দের নিয়ে প্রচারনা শুরু করেন। এর আগে সকাল সাড়ে ১০ টায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ শহীদ প্রে‌সিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন। এরপরে ফার্মগেট আলরাজি হাসপাতালের, তেজকু‌নি পাড়া,‌রেলও‌য়ে মার্কেট, বিজ্ঞান কলেজ কাওরান বাজার,ট্রাক স্ট্যান্ট, সাতরাস্তা বেগুন বা‌ড়ি, না‌বি‌স্কো ও ২৫ নং ওয়া‌র্ডে গণসং‌যোগ করবেন।
এসময় বি‌এন‌পির ভাইস চেয়ারম্যান মো শাহজাহান, বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা হা‌বিবুর রহমান হা‌বিব,‌নির্বাহী ক‌মি‌টির সদস্য নিপুন রায় চৌধুরী, যুবদ‌লের সভাপ‌তি সাইফুল আলম নিরব সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, যুবদল উত্ত‌রের সভাপ‌তি এসএম জাহাঙ্গীর হো‌সেন, ২৬ নং ওয়ার্ড ক‌মিশনার প্রার্থী আ‌জিজুর রহমান মোসা‌ব্বিরসহ নেতাকর্মীরা উপ‌স্থিত আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তা‌বিথ আউয়াল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ