Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশুকে গলা কেটে হত্যার চেষ্টা সৎমায়ের

স্টাফ রিপোর্টার রাঙামাটি থেকে : | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

রাঙামাটি শহরে সৎ মায়ের ছুরিকাঘাতে ৬ ইঞ্চির মতো গলা কেটে যাওয়ায় মুমূর্ষ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে চার বছরের ছোট্ট শিশু ফারজান আহাম্মেদ। গতকাল রোববার সকালে শহরের কোর্ট বিল্ডিংস্থ সোনালীবাগ এলাকায় এই ঘটনা ঘটে। ঘাতক সৎ মাকে এলাকাবাসীর সহায়তায় আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
শিশুটি বর্তমানে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। প্রচুর রক্তক্ষরণে ছেলেটির ফিফটি ফিফটি অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান। তিনি জানান, ছোট্ট শিশুটির গলায় অন্তত ৬ ইঞ্চির মতো কেটে দেওয়া হয়েছে। প্রচুর রক্তক্ষরণে ছেলেটি নিস্তেজ হয়ে গেলে হাসপাতালের দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্য শিশুটিকে তাৎক্ষনিকভাবে দুই ব্যাগ রক্ত দেয়। পরবর্তীতে তাকে অস্ত্রোপাচার করেন কর্তব্যরত চিকিৎসক।
শিশুটির আপন মা ফারজানা আক্তার জানিয়েছেন, দুপুরে রাঙামাটি শহরের সোনালী বাগ এলাকায় সৎমা ছুরি দিয়ে গলা কেটে দিলে এই ঘটনা ঘটে। পরে ছেলের চিৎকারে ফারজানের মা ছুটে আসলে তাকেও হত্যরা চেষ্টা চালায় সৎমা। মা ফারজানা চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন এগিয়ে এসে ঘাতককে আটক করে পুলিশে খবর দেয়। স্থানীয় লোকজনের সহযোগিতায় শিশুটিকে দ্রæত রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা জরুরিভাবে তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিচ্ছে বলে জানিয়েছেন আরএমও।
আহত শিশুর মা ফারজানা আক্তার জানান, সে দুপুরের দিকে বাসার ছাদে কাপড় শুকাতে গেলে এক পর্যায়ে আমার স্বামীর প্রথম স্ত্রী কাউসার ফেরদৌস বাসায় এসে আমার শিশুকে বাথরুমে নিয়ে গিয়ে গলায় ছুরি চালিয়ে দেয়। এ সময় আমার ছেলে খুব জোরে চিৎকার করতে থাকে। আমার ছেলে চিৎকার শুনে আমি রুমে আসলে দেখি আমার ছেলেকে সে ছুরি দিয়ে কাটছে। আমাকে দেখে সে আমার ছেলেকে ছেড়ে আমাকে হত্যার উদ্দ্যেশ্যে তারা করে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশু

১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ