Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

এক রাতে দুই সরকারি অফিসে চুরি

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা পরিষদ চত্বরে দুটি অফিসে চুরির ঘটনা ঘটেছে। উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর এবং পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনেএ চুরির ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল রোববার রাতের প্রথম প্রহরে কার্যালয়ে জানালা ভেঙে এ চুরি সংঘটিত হয়। উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা জানান, তার অফিস থেকে প্রিন্টার মেশিন, একটি বাইসাইকেল, ইউপিএস, আলমারী ভেঙ্গে ট্রেনিং সেন্টারের সেম্পল প্রডাক্টসহ বিভিন্ন দাপ্তরিক কাগজপত্র চুরি করে নিয়ে যায়।

এদিকে, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর কর্মকর্তা আমিনুর রহমান জানান, তার অফিসের জানালা ভেঙ্গে একটি প্রিন্টার, স্ক্যানার মেশিন, মডেম, পেনড্রাইভ, ৬৫ ওয়াটের একটি সোলার প্যানেল সেটসহ বিভিন্ন কাগজপত্র চুরির ঘটনা ঘটে। অপরদিকে, বিষয়টি জানতে পেরে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন দিনাজপুরের উপ-পরিচালক আব্দুল মালেক অফিস পরিদর্শন করেছেন। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় পৃথক দুটি অভিযোগ দাখিল হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চুরি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ