Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জম্মু-কাশ্মীরে প্রাণহানি ২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার ট্রাল এলাকায় এনকাউন্টারে কমপক্ষে দুই জন নিহত হয়েছে। রোববার নিরাপত্তা রক্ষাকারীদের সঙ্গে তাদের এনকাউন্টার হয়। পুলিশ বলেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যে তারা জানতে পারে যে, একটি আবাসিক প্লটে অবস্থান করছে কয়েকজন ‘সন্ত্রাসী’। এ খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। ওই এলাকায় এখনও অভিযান চলছে। দক্ষিণ কাশ্মীরের ট্রাল এলাকায় গুলশানপোরা ঘেরাও করে তল্লাশি করছে তারা। অপর এক খবরে বলা হয়, জম্মু ও কাশ্মীর পুলিশের এক সদস্যকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ। সাহসিকতার জন্য পদক পাওয়া ওই কর্মকর্তার সঙ্গে আটক হয়েছেন কাশ্মীরের স্বাধীনতাপন্থী গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের দুই সদস্য। পুলিশ স‚ত্রের বরাত দিয়ে ভারতের স¤প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দিল্লি যাওয়ার পথে শ্রীনগর-জম্মু মহাসড়কের একটি যানবাহন থেকে তাদের আটক করা হয়েছে। শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ডিএসপি পদমর্যাদার কর্মকর্তা দেবিন্দর সিংয়ের সঙ্গে আটক হওয়ার মধ্যে রয়েছেন ভারতে নিষিদ্ধ ঘোষিত হিজবুল মুজাহিদিনের সদস্য নাভিদ বাবু। বাবুর বিরুদ্ধে গত বছরের অক্টোবর ও নভেম্বরে দক্ষিণ কাশ্মীরে ১১ জন শ্রমিক হত্যার অভিযোগ রয়েছে। এসব শ্রমিকেরা কাশ্মীরের বাসিন্দা নন। আগস্টে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর সেখানকার আপেল শিল্পকে লক্ষ্য করে ওই ধারাবাহিক হত্যাকান্ড চালানো হয়। ভারতের পুলিশ জানিয়েছে, নাভিদ বাবুর গতিবিধির ওপর রাখছিলেন তারা। নিজের ভাইকে ফোন করার পর তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। পরে গাড়ি থামিয়ে আটক করা হয় হিজবুল মুজাহিদিনের সদস্য নাভিদ বাবুকে। তিনি নিজেও আগে পুলিশের বিশেষ কর্মকর্তা ছিলেন। তার সঙ্গে আটক হয় সহযোগী আসিফ এবং ডিএসপি দেবিন্দর সিং। গত বছরের ১৫ আগস্ট সাহসিকতার জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক পান দেবিন্দর। দেবিন্দর ও নাভিদ বাবুকে আটকের পর তাদের দেওয়া তথ্যে শ্রীনগর ও দক্ষিণ কাশ্মীরে একাধিক অভিযান চালানোর দাবি করেছে পুলিশ। তাদের দাবি এসব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। জি নিউজ, এনডিটিভি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জম্মু-কাশ্মীর

১১ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ