মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যেই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। গত বৃহস্পতিবার এই পরীক্ষা চালানো হয়। গতকাল শুক্রবার ওই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ভিডিও প্রকাশ করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, রাশিয়ার সামরিকবাহিনী মহড়ায় অংশ নিয়েছে। এ সময় বিভিন্ন যুদ্ধকৌশল দেখানো হয়। মহড়ার একপর্যায়ে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় রুশ সেনারা। পুরো মহড়া ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা গভীরভাবে পর্যবেক্ষণ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন।
এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানায়, ক্রিমিয়ার কাছে সামরিক কুচকাওয়াজের সময় হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় রাশিয়া। এ সময় উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন।
রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, পরীক্ষা চালানো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির নাম কিনজাল। গত ডিসেম্বরের শেষের দিকে পারমাণবিক ক্ষমতাসম্পন্ন এ ধরনের একটি ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হলো এমন ধরনের ক্ষেপণাস্ত্র, যা শব্দের চেয়ে কয়েকগুণ গতিতে চলে। উৎক্ষেপণের পর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র খুব দ্রুত উপরে উঠে আবার দ্রæত নেমে আসে। এটি আনুভ‚মিকভাবে বায়ুমন্ডলের মধ্যে চলতে সক্ষম এবং চলমান অবস্থাতেও গতিপথ পরিবর্তন করা যায়, যা ব্যালিস্টিক মিসাইল থেকে ভিন্ন।
রাশিয়াই প্রথম এ ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। সূত্র : রয়টর্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।