Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসায়ীদের সাথে ভ্যাট কমিশনারের মতবিনিময়

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২০, ১২:০৪ এএম

চিটাগাং মেট্রোপলিটন সপ ওনার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে চট্টগ্রামের ব্যবসায়ীদের সাথে গতকাল ভ্যাট সংক্রান্ত বিষয়ে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রামের কমিশনারের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত প্রেসিডেন্ট ও চিটাগাং চেম্বার পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন)’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রামের কমিশনার এনামুল হক দেশ গঠন ও সমৃদ্ধকরণে সকলকে স্ব-স্ব অবস্থান থেকে ভ্যাট দেয়ার আহ্বান জানান।
উদ্বোধক ছিলেন চিটাগাং চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা দোকান মালিক সমিতির সভাপতি সালেহ আহমেদ সুলেমান, টেরী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ওসমান গণি চৌধুরী, চিটাগাং ডেকোরেশন মালিক সমিতির সভাপতি মো. শাহাব উদ্দিন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মতবিনিময়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ