Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

মাউন্টেইন চলচ্চিত্র উৎসব

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২০, ১২:০৫ এএম

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পর্বত বিষয়ক চলচ্চিত্র উৎসব ঢাকা মাউন্টেইন ফিল্ম ফেস্টিভ্যাল ২০২০। এটি আয়োজন করছে পাহাড়-পর্বত বিষয়ক প্ল্যাটফর্ম অদ্রি। ১০ জানুয়ারি থেকে ঢাকার নীলক্ষেতের রুহুল কুদ্দুস মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই চলচ্চিত্র উৎসব। দিনব্যাপী এ উৎসবে বিভিন্ন দেশের মোট আটটি চলচ্চিত্র প্রদর্শিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এবারই প্রথম এই চলচ্চিত্র উৎসব আয়োজন করা হয়েছে। এই উৎসবে শরীর চর্চা, স্কিইং, ট্রেকিং, রক ক্লাইম্বিং, সাইক্লিং, উদ্ধার অভিযান সংক্রান্ত তথ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রাখা হয়েছে প্রদর্শনীর তালিকায়। ১০০ টাকা প্রবেশ মূল্য দিয়ে এই আসরের চলচ্চিত্রগুলো উপভোগ করতে পারবেন দর্শক। প্রসঙ্গত, অদ্রি গঠনের অন্যতম উদ্দেশ হচ্ছে, মানুষকে পাহাড়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া। ইট পাথরের ঢাকায় বসে পর্বতকে চেনার শ্রেষ্ঠতম মাধ্যমগুলির একটি হচ্ছে চলচ্চিত্র। এ লক্ষ্য সামনে রেখেই ঢাকা মাউন্টেইন ফিল্ম ফেস্টিভ্যাল ২০২০ আয়োজন করা হচ্ছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র উৎসব


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ