বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পিরোজপুরেরর মঠবাড়িয়ায় শিপন কবিরাজ (১২) নামক এক কিশোরের বিরুদ্ধে ৫ বছর বয়সী এক শিশু কন্যাকে ধান ক্ষেতে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ধর্ষিতা শিশুটির বাবা মঙ্গলবার রাতে বাদী হয়ে কিশোর শিপনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ রাতেই উপজেলার গুলিশাখালী থেকে ওই কিশোরকে গ্রেফতার করে। মঙ্গলবার বিকালে উপজেলার পূর্ব গুলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষিতা শিশুটিকে ডাক্তারি পরীক্ষা করার জন্য বুধবার সকালে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। শিপন কবিরাজ উপজেলার পূর্ব গুলিশাখালী গ্রামের সুমন কবিরাজের ছেলে।
মামলা ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে শিশুটি বাড়ির সামনে খেলছিল। এ সময় প্রতিবেশী সুমন কবিরাজের ছেলে শিপন কবিরাজ ঘুড়ি উড়ানোর কথা বলে বাড়ির সামনে ধান ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এ সময় শিশুটির চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে ধর্ষক শিপন পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর শিশুটিকে ডাক্তারি পরীক্ষা করার জন্য বুধবার পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, এ ধর্ষণের ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে কিশোর ধর্ষককে গ্রেফতার করি। তিনি আরও বলেন, ধর্ষিতা শিশুটিকে ডাক্তারি পরীক্ষা করার জন্য বুধবার সকালে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।