Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কুমিল্লা বিমানবন্দর চালু হোক

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৭৭ একর জমির ওপর প্রতিষ্ঠিত হয় কুমিল্লা বিমানবন্দর। ১৯৭৬ সাল পর্যন্ত এখান থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করে। পরবর্তী সময়ে অজ্ঞাত কারণে বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়। কুমিল্লা অঞ্চলের অসংখ্য মানুষ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। বিমানবন্দরটি চালু হলে তারা অনেক উপকৃত হবেন। অন্যদিকে বিমানবন্দরটি ঢাকা-চট্টগ্রামের মাঝামাঝি হওয়ায় বাণিজ্যিকভাবেও এটি গুরুত্ব বহন করে। এ ছাড়া বিমানবন্দরটির পাশেই রয়েছে কুমিল্লা ইপিজেড। সেখানে অর্ধশতাধিক দেশি-বিদেশি কোম্পানি রয়েছে। বিমানবন্দরটি চালু হলে সেখানে বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে। কুমিল্লাকে বলা হয় ইতিহাস-ঐতিহ্যের রাজধানী। এখানে রয়েছে ময়নামতি-শালবন বিহারসহ অর্ধশতাধিক পর্যটনকেন্দ্র। বিমানবন্দরটি চালু হলে কুমিল্লায় দেশি-বিদেশি পর্যটকের আগমন বাড়বে। সঙ্গত কারণে বৃহত্তর কুমিল্লাবাসীর দাবি- আধুনিকায়ন করে পুনরায় চালু করা হোক কুমিল্লা বিমানবন্দর।
আবু সুফিয়ান রাসেল
কুমিল্লা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন