পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
ফরিদপুর একটি জেলা শহর হওয়া সত্তে¡ও স¤প্রতি জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ শহরে যানজট নিয়ন্ত্রণে আনার জন্য রিকশা চলাচল একেবারেই বন্ধ ঘোষণা করেছে। ফরিদপুর শহরে যানজটের প্রধান কারণ রিকশা নয় বরং প্রয়োজনের তুলনায় কয়েকগুণ বেশি ইজিবাইক এবং দিনের বেলায় শহরে ট্রাক ও কাভার্ডভ্যান প্রবেশ করায় তীব্র যানজট সৃষ্টি হয়ে থাকে। ফরিদপুর শহরের কোনো কোনো এলাকায় যানজট সৃষ্টির কারণে জনদুর্ভোগ বৃদ্ধি পায় ঠিকই কিন্তু যুগ যুগ ধরে চলে আসা রিকশা বন্ধ করে দিয়ে সেই যানজট নিয়ন্ত্রণে আনতে গেলে জনদুর্ভোগ আরও বৃদ্ধি পাবে। হাজার হাজার রিকশাচালক বেকার হয়ে পড়লে সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেতে পারে। কাজেই সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সব ধরনের যানবাহন নিয়ন্ত্রণ করা গেলে অবশ্যই ফরিদপুর শহরের যানজট নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরে ট্রাক ও কাভার্ডভ্যান প্রবেশ নিষিদ্ধ করতে হবে। ইজিবাইক ও রিকশার লাইসেন্স প্রদান করে ক্রমিক নম্বরের ভিত্তিতে জোড় ও বিজোড় অঙ্কের যানবাহনকে ভাগ করে একদিন অন্তর চলাচলের সুযোগ দিতে হবে। ফরিদপুরের জনগণ আশা করে, কর্তৃপক্ষ এ ব্যাপারে দ্রæত পদক্ষেপ গ্রহণ করে রিকশার মালিক, চালক ও জনগণকে দুর্ভোগের হাত থেকে মুক্তি দেবে।
বিপ্লব বিশ্বাস
ফরিদপুর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।