বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ থেকে উন্নত রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনায় কাজ করে যাচ্ছেন। আপনারা সবসময় বিশ্বাস রাখবেন এবং ভরসা রাখবেন আওয়ামী লীগ সরকার আপনাদের পাশে আছে, থাকবে। আপনারা শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করতে হাতে হাত মিলিয়ে কাজ করবেন।’-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এসব কথা বলেছেন।
শুক্রবার (৩ জানুয়ারি) রাতে পঞ্চগড় সদর উপজেলার দ্বারিকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন আয়োজিত শীতবস্ত্র ও শিশু খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. মো. এনামুর রহমান বলেন, আমরা যেভাবে ঘুমাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেভাবে ঘুমান না। তিনি সারাদিন পরিশ্রম করেন, দিনরাত হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে চিন্তা করেন। সেই অনুযায়ী পরিকল্পনা করেন এবং আমাদের দিয়ে তা বাস্তবায়ন করান।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই আমরা উত্তরাঞ্চলের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও শুকনো খাবার তুলে দিতে এসেছি।
পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. মোহসীন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।