Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতি আবেদন

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মুক্তিযোদ্ধাদের গত ২৫.২.১৭ তারিখে যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই কমিটির প্রতিবেদন ৩.৪.১৭ তারিখে নোটিশ বোর্ডে টানানো হয়। প্রতিবেদনে অভিযোগকৃত মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের ৪৫ জনের নাম নামঞ্জুরকৃত প্রকাশ করা হয়। যাচাই-বাছাই কমিটি কর্তৃক সাক্ষাৎকার গ্রহণকালে অভিযোগকারীরা উপস্থিত ছিলেন না। তাদের সুনির্দিষ্ট অভিযোগ আমলে না নিয়ে আমাদের বক্তব্য প্রদানের সুযোগ না দিয়ে সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। সাক্ষাতের সময় উপস্থিত সাক্ষীদের কোনো রকম জিজ্ঞাসাবাদ করা হয়নি। অথচ প্রতিবেদনে ‘উপস্থাপিত সাক্ষীদের বর্ণনা› কলামে ৩৩ জন মুক্তিযোদ্ধার বিপরীতে ‘গ্রহণযোগ্য সাক্ষী নাই› মর্মে উল্লেখ করা হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত। ভারতে ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধা যাদের সব কাগজপত্র থাকা সত্তে¡ও ‹গ্রহণযোগ্য সাক্ষী নাই› অজুহাতে আবেদন নামঞ্জুর করা হয়েছে। অতএব আমাদের নামঞ্জুর প্রত্যাহার করে পুনরায় সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে এই ৪৫ জন মুক্তিযোদ্ধাকে বৈধতা দিয়ে সব সুযোগ-সুবিধা প্রদানের আবেদন রইল।
ড. মো. আলাউদ্দিন
সেগুনবাগিচা, ঢাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন