Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাল ও নদী উদ্ধার করুন

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

সিটি করপোরেশন এলাকায় জলাবদ্ধতা নিরসনে ১৯৬৯-এর মাস্টারপ্ল্যান ও ড্রেনেজ আরএস সিট অনুসারে খাল উদ্ধার হতে পারে। স¤প্রতি চট্টগ্রাম নগরব্যাপী বৃষ্টিতে যে পরিমাণে জলাবদ্ধতা হয়েছে, তাতে জনগণের ভোগান্তির শেষ ছিল না। মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে নগরীর নিম্নাঞ্চল তলিয়ে যায়। এ বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ১২০ দিনে নগরীর এক-তৃতীয়াংশ ২১ থেকে ২৫ দিন পনিতে ডুবে ছিল। এসব এলাকার লোকালয় ও রাস্তাঘাট ৫ থেকে ৬ ফুট পনিতে তলিয়ে গিয়েছিল। নদীনালা, খাল-বিল উঁচু হয়ে যাওয়ায় এসব পানি অপসারণ হয় না। ফলে অল্প সময় বৃষ্টি হলেই নগরীর চারপাশ ভেসে যায়। সরকারের মালিকানাধীন ৩৪টি খাল উদ্ধার হলে ১০ ঘনফুট বৃষ্টির পানি এসব খালে ধারণ করা যাবে। যেমন চাক্তাই খাল ও মহেষ খাল। নগরীর বৈধ-অবৈধ সব খাল এখন বৃষ্টির পানি ধারণক্ষমতা হারিয়ে ফেলেছে। যথাযথভাবে এসব খালের রক্ষণাবেক্ষণ ও সংস্কার চায় জনগণ।
মাহমুদুল হক আনসারী
চট্টগ্রাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন