Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিনেমায় পপির স্বপ্নের চরিত্র

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করলেও চিত্রনায়িকা পপির কাছে স্বপ্নের চরিত্র গত আরিফ পরিচালিত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার পাবর্তী চরিত্রটি। নির্মাণাধীন এ সিনেমাটিতে অভিনয় করতে গিয়ে পপির মনে হয়েছে তার ক্যারিয়ারে এ ধরনের চরিত্রে অভিনয় করা হয়নি। এমন একটি চরিত্রের জন্য তিনি অপেক্ষা করছিলেন। পপি বলেন, ‘আমার অনেক স্বপ্নের চরিত্র পার্বতী। নামটি শুনলেই যেন নিজের ভেতর কেমন শিহরিত হই আমি। পার্বতী একটি ঐতিহাসিক চরিত্র। আমার মনে আছে, এই চরিত্র নিজেকে যথাযথভাবে উপস্থাপনের জন্য অনেক কষ্ট করে গেটআপ নিয়েছিলাম। বেশ কিছুদিন শুটিংও করেছি আমি। কিন্তু সিনেমাটি শেষ হয়েও শেষ হচ্ছেনা। আমি চাই এই সিনেমাটি দ্রুত শেষ হোক। কারণ নিজেকে পার্বতী’রূপে পর্দায় দেখার জন্য আমি নিজেই অধীর আগ্রহে আছি। আমার বিশ^াস নির্মাতা এবং প্রযোজক দ্রুত এই সিনেমার কাজ শেষ করবেন। দর্শকও তাদের প্রতীক্ষার প্রহর শেষে সিনেমাটি দেখতে হলে হলে যাবেন।’ উল্লেখ্য এই সিনেমায় দেবদাসের চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস। এদিকে প্রায় শেষ হয়ে এসেছে পপি অভিনীত সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ সিনেমার কাজ। কিছুদিন আগে ‘ইয়েস ম্যাডাম’ সিনেমাতেও তার নাম ভূমিকায় অভিনয় করার কথা ছিলো। গেলো ১০ সেপ্টেম্বর নিজের জন্মদিনে সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন পপি। কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটিতে কাজ করা থেকে তিনি নিজেই সরে দাঁড়ান। গল্প এবং চরিত্র পছন্দ হয়নি বলে তিনি এই সিনেমার কাজ থেকে সরে দাঁড়ান। এদিকে পপি নতুন বছরের শুরু থেকে নিজেকে নতুন করে দর্শকের সামনে উপস্থাপন করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। পপি বলেন, ‘সিনেমা বা নাটক যেখানেই কাজ করি না কেন, নিজেকে ভালো ভালো গল্পের সিনেমা এবং নাটকে উপস্থাপনের চেষ্টা করবো। ২০২০ হবে আমার জন্য অন্যরকম এক চ্যালেঞ্জের বছর। আমার বিশ^াস, আমার ভক্ত দর্শকেরা সবসময়ের মতো আমার পাশেই থাকবেন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ