মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফ্রিকা মহাদেশের উত্তরাঞ্চলের দেশ সুদানে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ৪ শিশু রয়েছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) দেশটির পশ্চিম দারফুর রাজ্যে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, রাজ্যের রাজধানী এল জেনেইনার একটি বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিটের মাথায় বিমানটি বিধ্বস্ত হয়। সাম্প্রতিক সময়ে বেশ কিছু জাতিগত সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ চলছে। ওই এলাকায় জরুরি সহায়তা দিতে যাওয়ার পথেই বিমানটি বিধ্বস্ত হয়েছে।
সেনা মুখপাত্র আমির মোহাম্মেদ আল হাসান এএফপিকে বলেন, দুর্ঘটনায় সাত ক্রু সদস্য, তিন বিচারক এবং আট বেসামরিক নিহত হয়েছে।
কী কারণে অ্যান্তোনভ ১২ বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনও পরিষ্কার নয়। মোহাম্মেদ আল হাসান জানিয়েছেন, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
সুদানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, চলতি সপ্তাহে পশ্চিম দারফুরে সহিংসতার ঘটনায় কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছে। এছাড়া আরও ২৪১ জন আহত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।