Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

কারফিউ উপেক্ষা করে সুদানের রাস্তায় বিক্ষোভ অব্যাহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৯, ২:৩৪ পিএম
সুদানের রাস্তায় গত কয়েক মাস ধরে যারা বিক্ষোভ করে আসছিলেন, গতকাল দেশটির প্রেসিডেন্ট ওমর আল-বশিরের ক্ষমতাচুতির পর তারা উল্লাস করছিলেন। কিন্তু তাদের সেই উল্লাস বেশি ক্ষণ স্থায়ী হয়নি। কারণ সামরিক পরিষদ ক্ষমতা নেওয়ায় তারা সন্তুষ্ট নন। আর তাই কারফিউ উপেক্ষা করেই রাস্তায় বিক্ষোভ অব্যাহত রেখেছেন।
 
বিবিসি বলছে, ৩০ বছর ধরে দেশ শাসন করা ওমর আল-বশিরকে উৎখাত করে সামরিক পরিষদ বৃহস্পতিবার রাতে ছয় ঘণ্টার ওই কারফিউ জারি করে।
 
রাজধানী খর্তুমের রাস্তাগুলোতে কয়েক মাসের লাগাতার প্রতিবাদের পর বশিরকে ক্ষমতাচ্যুত করার ঘটনা ঘটে।
 
বিবিসি বলছে, সেনাবাহিনীকে বশিরের শাসনামলের অংশ অ্যাখ্যা দিয়ে আন্দোলনকারীরা রাস্তা ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন।
 
তবে বিবিসি সংবাদদাতা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দুই পক্ষের এ মুখোমুখি অবস্থান দেশটিতে আরও সংঘাত উসকে দিতে পারে।নিরাপত্তা বাহিনীর বিভিন্ন অংশ এবং আধাসামরিক বাহিনী একে অপরের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে পারে বলেও আশঙ্কা অনেকের।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুদান

২৬ ফেব্রুয়ারি, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ