মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দুর্নীতির দায়ে বিচারের মুখোমুখি ইসরাইলি প্রধানমন্ত্রী পার্লামেন্টারি নিরাপত্তার আওতায় দায়মুক্তি চেয়েছেন। এতে করে এই বিচারকার্য আগামী মার্চে নির্বাচন পর্যন্ত পিছিয়ে যেতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। গত নভেম্বরে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা করা হয়। তবে নেতানিয়াহু তা অস্বীকার করেন। তবে পার্লামেন্টারি নিরাপত্তা বা ইমুনিটির জন্য তার নেসেটে অর্ধেকের বেশি সদস্যের সমর্থন লাগবে। গত এপ্রিল ও সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পর জোট সরকার গঠন করতে প্রধানমন্ত্রী ব্যর্থ হওয়ার পর রাজনৈতিক সংকটের মধ্যে তার বিচারের ঘোষণা দিলো আইন বিভাগ। দুর্নীতি বিষয়ে কোনও ধরনের অন্যায় করেননি বলে দাবি করেছেন নেতানিয়াহু। তিনি জোর দিয়ে বলেছেন, ‘আমি পদত্যাগ করবো না এবং আইনগতভাবে এটা করতে আমি বাধ্য নই।’ এরপর বুধবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি পার্লামেন্টারি নিরাপত্তার আহ্বান জানান। তিনি বলেন, এটা একটি আইনসম্মত পদক্ষেপ। আপনাদের সেবার জন্য, ইসরাইলের ভবিষ্যতের জন্য এটা জরুরি। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।