Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিচালকের অবসর সুবিধা স্থগিত করলেন হাইকোর্ট

৮ বছর ফেলে রাখা হয় আইসিইউর যন্ত্র

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২০, ১২:২৬ এএম

ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালের অবসর-পূর্ব ছুটি ভোগরত পরিচালক ড. মোশাররফ হোসেনের পেনশন সুবিধা স্থগিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিচারপতি এম.ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। মোশাররফ হোসেনের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)র জন্য কেনা আর্টিফিশিয়াল রেসপিরেটরি ভেন্টিলেটর দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় ফেলে রাখার অভিযোগ রয়েছে। বিষয়টি আদালতের দৃষ্টিতে আনা হলে স্বপ্রণোদিত হয়ে উপরোক্ত আদেশ দেন। একই সঙ্গে ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দেন আদালত। ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে সময় বেধে দেয়া হয়েছে কমিটিকে।

উল্লেখ্য, একটি ইংরেজি জাতীয় দৈনিকে ‘অবহেলায় পড়ে আছে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের অত্যাধুনিক আর্টিফিশিয়াল রেসপিরেটরি ভেন্টিলেটরি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি সুপ্রিমকোর্ট বারের আইনজীবী মনোজ কুমার ভৌমিক ও এম এমদাদুল হক আদালতের দৃষ্টিতে আনেন। প্রতিবেদনে বলা হয়, প্রায় ১২ বছর আগে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রর (আইসিইউ) জন্য ৮টি অত্যাধুনিক আর্টিফিশিয়াল রেসপিরেটরি ভেন্টিলেটর (এআরভি) মেশিন কেনা হয়। আইসিইউর জন্য অতি প্রয়োজনীয় এই যন্ত্রগুলোর প্রত্যেকটি ৭০ লাখ টাকায় কেনা হলেও আশ্চর্যজনকভাবে একবারের জন্যও সেগুলো ব্যবহার করা হয়নি। আইসিইউর ভেতরে এককোণে অযতেœ ফেলে রাখা হয়েছে যন্ত্রগুলো। এখন হাসপাতালটির আইসিইউতে কৃত্রিম শ্বাস- প্রশ্বাসের প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেই। অক্সিজেন সরবরাহের জন্য হাসপাতালটিতে একটি কেন্দ্রীয় ব্যবস্থা ৩ বছর আগে চালু হলেও ভেন্টিলেটরগুলো এখনও বসানো হয়নি। এর মধ্যেই ভেন্টিলেটরগুলোর মাদারবোর্ড চুরি হয়ে গেছে। ফলে এ যন্ত্রগুলো এখন পুরোপুরি অকেজো।
###

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইসিইউ

১৩ জানুয়ারি, ২০২২
৩০ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ