মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন যুক্তরাস্ট্রের নিউ ইয়র্কে ছুটি কাটাচ্ছেন বলিউডের দুই স্টার রণবীর কাপুর এবং আলিয়া ভাট। ব্রক্ষ্মাস্ত্রের শ্যুটিং থেকে সময় বের করে তারা যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। নিউ ইয়র্কে ছুটি কাটানোর মাঝেই সেখান থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন ‘রালিয়া’।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সম্প্রতি ছবি শেয়ার করেন আলিয়া ভাট। যেখানে কোথাও রৌদ্রস্নান নিতে দেখা যায় তাকে। আবার কখনও রণবীর কাপুরের সঙ্গে সৈকতে সময় কাটাতে দেখা যায় পরিচালক মহেশ ভাটের মেয়েকে।
রণবীর কাপুর আলিয়া ভাটের সঙ্গে একটি ছবিতে দেখা যায় পরিচালক অয়ন মুখোপাধ্যায়কেও। ব্রক্ষ্মাস্ত্রের শ্যুটিং শেষ করেই কি রণবীর আলিয়ার সঙ্গে অয়ন মুখোপাধ্যায় নিউ ইয়র্কে পাড়ি দেন? এ বিষয়ে জানতে চাইছেন দুই তারকার ভক্তরা।
এদিকে ব্রক্ষ্মাস্ত্রের পর করণ জহরের তখত এবং সঞ্জয় লীলা বনশালির গাঙগুবাই কাঠিওয়াড়ি’তে দেখা যাবে আলিয়া ভাটকে। তখত-এ করিনা কাপুর খান এবং রণবীর সিংয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন আলিয়া। অন্যদিকে বনশালির গঙগুবাই কাঠিওয়াড়িতে আলিয়ার সঙ্গে কে থাকবেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।
শ্যুটিংয়ের ব্যস্ত সময় থেকে ফুরসত নিয়ে কি চলতি বছরই বিয়ে সেরে ফেলবেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট! সম্প্রতি বলিউড পাড়ায় এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে বি টাউনের গুঞ্জন, চলতি বছরই নাকি কাশ্মীরে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। সূত্র : ইন্ডিয়া টুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।