পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রামে পরকীয়ায় বাড়ছে খুনের ঘটনা। স্বামীর হাতে স্ত্রী, স্ত্রীর হাতে স্বামী খুন হচ্ছেন। আবার মমতাময়ী মায়ের হাতও রঞ্জিত হচ্ছে সন্তানের রক্তে। সর্বনাশা এই অনৈতিক সম্পর্কের কারণে ভাঙ্গছে সুখের সংসার। অনিশ্চিত হয়ে পড়ছে সন্তানদের ভবিষ্যত।
পরিবার ও সমাজে বাড়ছে অস্থিরতা। পারিবারিক বিরোধ ও পরকীয়ার জেরে ঘটছে একের পর এক আত্মহত্যার ঘটনাও। সমাজ বিজ্ঞানীরা বলছেন, নৈতিক শিক্ষার অভাব, অপসংস্কৃতির নেতিবাচক প্রভাব, যৌথপরিবার ভেঙ্গে যাওয়া, পারিবারিক বন্ধন শিথিল হয়ে পড়াসহ নানা কারণে এই অনাচার বাড়ছে।
পুলিশ বলছে, চট্টগ্রামের রক্ষণশীল সমাজেও পরকীয়ার মতো অনৈতিক সম্পর্ক বেড়ে যাওয়া অশুভ লক্ষণ। এতে করে পারিবারিক কলহ বাড়ছে। বাড়ছে খুনের ঘটনাও। গেল বছর মহানগরী এবং জেলায় দেড় শতাধিক খুনের ঘটনা ঘটেছে-তার বিরাট অংশের নেপথ্যে রয়েছে পরকীয়া-পারিবারিক কলহ।
সম্প্রতি নগরীতে পরকীয়ায় বেশ কয়েকটি চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটে। হাতে মেহেদির রঙ না মুছতেই স্বামীর হাতে খুন হন সুরমা আক্তার মীম (২২)। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর লরি চালক মোহাম্মদ জাবেদকে (৩০) বিয়ে করেন। উঠেন নগরীর বন্দর পূর্ব আবাসিক কলোনীর সি-ব্লকের ভাড়া বাসায়। বিয়ের ১৪ দিনের মাথায় গেল ১৪ ডিসেম্বর রাতে স্বামী জাবেদ তার গলা কেটে হত্যা করেন।
দুই দিন পর ফরিদপুর থেকে জাবেদকে গ্রেফতার করে পুলিশ। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি জানান, বিয়ের পরই বুঝতে পারেন যে মীম পরকীয়ায় আসক্ত। এ নিয়ে দাম্পত্য কলহ শুরু হয়। হত্যাকা-ের রাতেও কলহ চলে। একপর্যায়ে জাবেদকে হত্যার হুমকি দেন মীম। এরপর জাবেদ বটি দিয়ে স্ত্রীর গলা কেটে পালিয়ে যান।
গত ২ ডিসেম্বর খুলশী থানার ঝাউতলা ডিজেল কলোনির বাসা থেকে রোজি আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর পালিয়ে যান তার স্বামী রেজাউল করিম। তারা দুজনেই নগরীর ফয়’স লেক এলাকার বেসরকারি পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী। সীতাকু- উপজেলার কুমিরার আবুল মনসুরের ছেলে রেজাউল করিম আট মাস আগে পারিবারিক আপত্তি সত্ত্বেও নগরীর ঝাউতলা এলাকার বাসিন্দা আবদুর রাজ্জাকের মেয়ে রোজিনা আক্তারকে বিয়ে করেন। খুনের পর পালিয়ে সন্দ্বীপের উরির চরে একটি চায়ের দোকানে চাকরি নেন। সেখান থেকে পুলিশ তাকে ধরে আনার পর তিনি খুনের দায় স্বীকার করেন। দাবি করেন তার স্ত্রী পরপুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত। ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হওয়ায় খুন করেন।
গত ২০ ডিসেম্বর ইপিজেড থানার বন্দরটিলা বক্সআলী মুন্সি রোডের এক বাসায় জেসমিন আক্তার রানুকে হত্যা করেন তার স্বামী আবদুর রাজ্জাক। তিন বছর আগে বিয়ের সময় রাজ্জাক নিজেকে অবিবাহিত দাবি করছিলেন। পরে রানু জানতে পারেন রাজ্জাকের আগের পক্ষের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। এই নিয়ে দাম্পত্য কলহ চলছিল। পুলিশ জানায়, এই কলহের মধ্যেই রানু পরকীয়ায় আসক্ত হয়ে পড়েন। এ নিয়ে দাম্পত্য কলহ আরও বাড়ে। ওই রাতে রানুকে পিটিয়ে হত্যা করেন রাজ্জাক। গ্রেফতারের পর স্ত্রী খুনের দায় স্বীকার করেন।
গত ১০ অক্টোবর বন্দর থানা পুলিশ নিমতলা বুচুইক্যা কলোনির বাসা থেকে আবু তাহের ও তার শিশুকন্যা ফাতেমা নূরের লাশ উদ্ধার করে। তাদের দুজনকেই গলা কেটে হত্যা করা হয়। জোড়া খুনের দায়ে গ্রেফতার হন তাহেরের স্ত্রী বিবি হাছিনা। পরে তার দেওয়া তথ্যে গ্রেফতার করা হয় প্রতিবেশি মাইন উদ্দিনকে।
হাছিনা স্বীকার করেন মাইন উদ্দিনের সাথে তার অনৈতিক সম্পর্ক ছিলো। তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে শিশুকন্যা ফাতেমা। আর তাই তারা দুজনে মিলে ফাতেমাকে গলা কেটে হত্যা করেন। এর কিছুক্ষণ পর স্বামী তাহের বাসায় আসলে তাকেও একইভাবে হত্যা করা হয়। হাছিনা আদালতে দেওয়া জবানবন্দিতে স্বীকার করেন খুনের সময় তিনি তার সন্তানের হাত-পা চেপে ধরেন। আর গলায় বটি চালান মাইন উদ্দিন।
২৪ নভেম্বর ইপিজেড থানার ব্যাংক কলোনির এক বাসায় হত্যা করা হয় রোখসানা বেগম নামে এক গৃহবধূকে। এ ঘটনায় তার স্বামী দেলোয়ার জড়িত বলে পুলিশ জানতে পেরেছে। ১৮ মার্চ রাতে হালিশহর কে-ব্লক আবাসিক এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে খুন হন শ্রীলংকান নাগরিকের স্ত্রী লাকী আকতার (৩০)। পরকীয়া সম্পর্কের জেরে কথিত প্রেমিক ও প্রতিষ্ঠানের ম্যানেজার খালেদ নূর তাকে নির্মমভাবে মাথা থেতলে হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকার করে।
১৬ ফেব্রুয়ারি নিমতলা এলাকায় জান্নাতুল ফেরদৌস নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় স্বামী গোলাম রসুলকে পুলিশ গ্রেফতার করে। ১৬ ফেব্রুয়ারি পাহাড়তলী থানাধীন নেছারিয়া মাদারাসা এলাকায় স্বামী মো. শামীমকে (৩০) গলা কেটে হত্যা করে স্ত্রী আয়েশা আকতার। এর আগে ৩১ জানুয়ারি স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুর পরকীয়া মেনে নিতে না পেরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের তরুণ চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশ। মহানগর এবং জেলায় পরকীয়া এবং পারিবারিক কলহে প্রতিনিয়ত আত্মহত্যার ঘটনা ঘটছে। পরকীয়ায় অনেকের সংসার ভাঙ্গছে।
পুলিশ কর্মকর্তারা বলছেন, পরকীয়া আর পারিবারিক কলহে প্রায় প্রতিটি খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হচ্ছে। আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্রও দেওয়া হচ্ছে। তাদের কঠোর সাজা নিশ্চিত করা গেলে এ ধরনের খুনের ঘটনা কমতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।