Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীপুরে ছাদ থেকে লাফিয়ে ছাত্রীর আত্মহননের চেষ্টা

প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে ৫ম তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে সাবিনা নামের এক মাদ্রাসা ছাত্রী আত্মহননের চেষ্টা করেছে। এতে তার দুই পা, কোমর, মেরুদÐ ও বাম হাত ভেঙে গুঁড়িয়ে যায়। গত শুক্রবার সন্ধ্যায় শ্রীপুর পৌর এলাকার ১নং ওয়ার্ডের কলেজ পাড়া এলাকার রওজাতুল বানাত মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহত সাবিনা শ্রীপুর পৌর শহরের ফল ব্যবসায়ী আ: হেলিমের কন্যা।
জানা যায়, কলেজ পাড়ার সৈনিক ভিলার চতুর্থ ও পঞ্চম তলায় ওই মাদ্রাসার কার্যক্রম চলে আসছে। সাবিনা দীর্ঘদিন ধরে ওই মাদ্রাসার হোস্টেলে থেকে কওমী শাখায় লেখাপড়া করতো। শুক্রবার সন্ধ্যায় সাবিনা তার সহপাঠী মাহফুজা, সুমাইয়া, মারিয়া, সাবিয়াদের জানায়, আজই তার জীবনের শেষ দিন, সে ছাদ থেকে লাফ দিয়ে মরে যাবে। এ কথা শুনে আতংকিত ছাত্রীরা শিক্ষককে জানাবার পূর্বেই সে চিৎকার দিয়ে ৫ম তলার ছাদ থেকে লাফিয়ে পরে আত্মহত্যার চেষ্টা করে। মুমূর্ষু অবস্থায় তাকে শ্রীপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। শ্রীপুর হাসপাতালের ডাক্তার জানান, সাবিনার দু’পা, কোমর, মেরুদন্ড ও বাম হাত ভেঙে গেছে। ছাত্রীর বাবা আ: হেলিম জানান, তার মেয়ে কেন এমনটি করলো তা জানা নেই। মাদ্রাসার প্রধান শিক্ষিকা আফিয়া হাফিজ জানান, “সম্প্রতি সাবিনার চলাফেরায় অসংগতি দেখা গেছে। সে একটি ছেলের সাথে গোপনে প্রেম করতো। তার বই থেকে একাধিক প্রেমের চিঠি পাওয়া গেছে। প্রেম ঘটিত হতাশা থেকে সে এমনটি করে থাকতে পারে।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীপুরে ছাদ থেকে লাফিয়ে ছাত্রীর আত্মহননের চেষ্টা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ