Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

দ্বিতীয় দফা সংস্কার হল মিরপুর সুইমিং কমপ্লেক্স!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২০, ৮:৪৩ পিএম

প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় দফা সংস্কার করা হলো মিপুর সুইমং কমপ্লেক্স। সংস্কারের পর বৃহস্পতিবার নতুন সাজে সজ্জিত সুইমিং কমপ্লেক্সের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনীর প্রধান রিয়াল এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মো. আলমগীর, ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ ও তরফদার রুহুল আমিন উপস্থিত ছিলেন। দু’বছর আগে জাতীয় ক্রীড়া পরিষদ মিরপুর সুইমিং কমপ্লেক্স সংস্কারের উদ্যোগ নেয়। এর মধ্যে নতুন স্কোরবোর্ড স্থাপন করা হয়। এলইডি স্কোরবোর্ড স্থাপন ছাড়াও হোস্টেল ৪ থেকে ৬ তলা করা হয়েছে। লিফট বসানো হয়েছে। ভিভিআইপি বক্স তৈরি করা হয়েছে এবং পুলের পুরোনো টাইলস উঠিয়ে নতুন টাইলস বসানো ছাড়াও ওয়াটার ক্যামেরা বসানো হয়েছে। সংস্কার কাজে ব্যয় হয়েছে ১২ কোটি ৫৮ লাখ টাকা। ১৯৯৩ সালে মিরপুরস্থ ১০ নম্বর রোডে তৈরী করা হয়েছিল সুইমিং কমপ্লেক্স। ২০১০ সালে ঢাকা এসএ গেমসের আগে একবার সংস্কার হয়েছিল। এবার হলো দ্বিতীয়বার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুইমিং কমপ্লেক্স
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ