Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাটহাজারীতে ৬ অস্ত্র ৩ সহযোগীসহ ভূমিদস্যু সুমন গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২০, ৬:৪২ পিএম

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সন্দ্বীপ কলোনীতে র‌্যাবের অভিযানে গ্রেফতার হয়েছে ৩৫ মামলার আসামি শীর্ষ ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ী মো. সুমন (৫৬)। এ সময় অস্ত্রসহ তার তিন সহযোগীকে পাকড়াও করা হয়। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব এ অভিযান চালায়। সেখান থেকে একটি বিদেশি পিস্তলসহ ছয়টি আগ্নেয়াস্ত্র, চৌদ্দ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার তার তিন সহয়োগী হলো- আসাদ উল্লাহ (২৩), মো. আরিফ (২৫) ও মো. জাহেদ (২৩)। স্থানীয়রা জানায়, ১৯৭৩ সাল থেকে পাহাড়ের জমি দখল করে সেখানে বসতি গড়ে তোলা হয়। ওই কলোনিকে ঘিরে মাদক ও অস্ত্র ব্যবসা করে আসছে সন্ত্রাসীরা। র‌্যাব জানায়, সুমন পেশাদার ভূমিদস্যু, অস্ত্র ও মাদক ব্যবসায়ী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ