Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তরুণরাই দেশের ভবিষ্যৎ

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

জনসংখ্যা একটি দেশের রাষ্ট্রের হূৎপিন্ড। জনসংখ্যা ব্যতীত কোনো দেশের অস্তিত্ব কল্পনা করা যায় না। যুদ্ধবিধ্বস্ত ক্ষত-বিক্ষত বাংলাদেশের ক্রমান্বয়ে ভাঙাগড়ার মধ্য দিয়ে এগিয়ে চলতে নাগরিকদের ভূমিকা তুলনাহীন। আজ আমরা উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছি। এই অগ্রগতি সম্ভব হয়েছে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায়, বিশেষ করে তরুণ ও যুব জনবলের মাধ্যমে। তারুণ্যের শক্তিতে বলীয়ান হয়েই বায়ান্নর ভাষা আন্দোলনের মাধ্যমে মাতৃভাষা বাংলাকে পাওয়া ও মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে। তরুণরাই দেশের অস্তিত্ব ও মূল সম্পদ। অথচ এদেশে তারুণ্যের অপচয় সচেতন মানুষকে উদ্বিগ্ন করে। তরুণদের মেধার অপচয় যাতে না ঘটে তা লক্ষ্য রাখতে হবে। সরকারের ওপর দোষারোপ না করে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে হবে। দেশের বোঝায় পরিণত না হয়ে নিজেকে দেশের মূল্যবান সম্পদে পরিণত করতে হবে। তরুণদেরই প্রমাণ করতে হবে- তারা অভিশাপ নয়; দেশের অস্তিত্ব, সম্মান ও সম্পদ।
আল-মাহমুদ
সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন