Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র স্থাপন করুন

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

বছরে মাদ্রাসা ৭৫ দিন এবং স্ট্কুল-কলেজ ৮৫ দিন; সাপ্তাহিক ছুটি শুক্রবার বছরে ৫২ দিন তো আছেই। অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার জন্য কমপক্ষে ১৪ দিন করে ২৮ দিন; ৫২ সপ্তাহের প্রতি বৃহস্পতিবার অর্ধদিবস কার্যক্রম হওয়ায় গড়ে ২৬ দিনসহ অন্তত ১৮১ দিন মাদ্রাসা এবং ১৯১ দিন স্কুল বন্ধ থাকে। কিন্তু উপজেলা শহরে কোনো কোনো স্থানে ইউনিয়ন পর্যায়ের পরীক্ষাকেন্দ্রগুলোতে জেএসসি, জেডিসি, এসএসসি, দাখিল পরীক্ষা চলাকালে আরও অন্তত ৫০ দিন ক্লাস বন্ধ থাকে। তাছাড়া বিভিন্ন আলোচনা সভা, বিদায় অনুষ্ঠান,র্ যালি ইত্যাদি কারণে বন্ধ থাকে আরও ৫ থেকে ৭ দিন। ফলে পরীক্ষার কেন্দ্র হওয়া প্রতিষ্ঠানগুলোতে সারা বছর ক্লাস কার্যক্রম চলে ১১৯ দিন থেকে ১২৭ দিন মাত্র। যদি প্রতি উপজেলায় স্বতন্ত্র পরীক্ষার কেন্দ্র থাকত, তাহলে শিক্ষার্থীরা অতিরিক্ত ৫৫ থেকে ৫৭ দিন ক্লাস বেশি পেত। বিষয়টি বিবেচনার অনুরোধ করছি।
মো. মোশারফ হোসেন
সিনিয়র শিক্ষক, বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা, শেরপুর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন