বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনকালে বগুড়ায় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় ২ পুলিশ কর্মকর্তা সহ ছাত্রদলের ২০ কর্মী আহত হয়েছে । এই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে ১০ ছাত্রদল কর্মিকে।
ঘটনার বর্ণনা দিয়ে প্রত্যক্ষদর্শীরা বলেছেন , বুধবার ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর মুল অনুষ্ঠানস্থল বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে যাওয়ার আগে বিভিন্ন স্থান থেকে খালেদা জিয়ার মুক্তি দাবি করে স্লোগান দিতে দিতে শহরের কেন্দ্রস্থল শহীদ খোকন পার্কের খোলা চত্বরে সমবেত হতে থাকে ।
বেলা ১২টার দিকে খোকন পার্ক চত্বর ছাত্রদলের তরুণ ও কিশোর বয়সী কর্মিদের দ্বারা পরিপর্ণ হয়ে গেলে একদল কর্মি ওই পার্কের শহীদ মিনারের ওপরে উঠে দাঁড়ায়। এসময় পুলিশ শহীদ মিনারের ওপর থেকে কর্মিদের নেমে যাওয়ার নির্দেশ দিলেও কেউ নামতে রাজি হয়নি ।
কিছুক্ষণ পর পুলিশ শহীদ মিনারে ওঠাকে কেন্দ্র করে লাঠিচার্জ শুরু করলে ছাত্রদল কর্মিরা দৌড়াদৌড়ি করে সরে যাবার সময় ধাক্কাধাক্কি ও পুলিশের লাঠি পেটায় ছাত্রদলের ২০ কর্মি আহত হয়।
হুড়াহুড়িতে সিনিয়র পুলিশ কর্মকর্তা সনাতন চক্রবর্ত্তি ও ১ জন হাবিলদারও আহত হন। পুলিশ এই ঘটনায় ১০ ছাত্রদল কর্মিকে আটক করেছে।
আটক নেতা কর্মিরা হল বগুড়া সদরের সরলপুরের আবু বক্করের ছেলে আরাফাত আলী ( ১৭) ও জাহাঙ্গীর আলমের ছেলে রাসেদুল ( ১৭),নিশিন্দারার রমজান আলীর ছেলে জুবাইল আলী ( ১৮), শাখারিয়া উলিপুরের আব্দুস সামাদের ছেলে রাহিদ (১৬) ও আব্দুর বাছেদের ছেলে শাকিল (১৭), বগুড়া শহরের দত্ত¡বাড়ির শামীমের ছেলে সাব্বির ( ১৯)। এছাড়াও ধুনট উপজেলা থেকে আসা ধুনটের পাথুরিঘাটা গ্রামের রমজান আলীর ছেলে আরিফুল ইসলাম (১৮) ও খলিলুর রহমানের ছেলে সাব্বির হোসেন (২০) সহ একই উপজেলার অফিসার পাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ফারদিন ( ১৭) ও বিল চাপড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে আলাল (২০) ।
তবে পুলিশের সাথে এই হাঙ্গামার পরও বগুড়ায় প্রতিষ্ঠা বর্ষিকরি কর্মসুচি পালন হয়েছে ।
বগুড়া জেলা বিএনপির সিনিয়র নেতা এম আর ইসলাম স্বাধীন , কৃষক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর ইসলাম সওদাগর ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান ছাত্রদলের ওপর পুলিশী হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন ও গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্দি দাবি করেণ ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।