Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঝালকাঠিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন করলেন আমির হোসেন আমু

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২০, ২:৫২ পিএম

মুজিব শতবর্ষ উপলক্ষে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘প্রতিকৃতি’ স্থাপন করা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন করেন। এরপর তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকেও পুষ্পার্ঘ অর্পণ করা হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মন্নান রসুলের সভাপতিত্বে জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির এবং আইনজীবসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আইনজীবী সমিতি নিজস্ব অর্থায়নে বঙ্গবন্দুর প্রতিকৃতি স্থাপন করেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমির হোসেন আমু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ