Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পেনশন বৈষম্য দূর করুন

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

আমি বিসিএস (প্রশাসন) ক্যাডারের পঞ্চম গ্রেডের কর্মকর্তা হিসেবে ২০ বছর আগে ১৯৯৯ সালে চাকরি থেকে অবসর গ্রহণ করি। ১৯৯৭ সালের বেতন স্কেলে পঞ্চম গ্রেডে আমার মাসিক পেনশন নির্ধারণ হয় চার হাজার ৩২০ টাকা। এককালীন গ্র্যাচুইটি পাই ৮ লাখ ৬৪ হাজার টাকা। আমি পূর্ণ পেনশন উত্তোলন করিনি। ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী পঞ্চম গ্রেডের কর্মকর্তাদের মাসিক প্রারম্ভিক বেতন ৪৩ হাজার টাকা। ইতোমধ্যে পেনশন ও গ্র্যাচুইটি বৃদ্ধি করা হয়েছে। পঞ্চম গ্রেডের কোনো কর্মকর্তা এখন অবসর গ্রহণ করলে মাসিক পেনশন কমপক্ষে আনুমানিক ৩০ হাজার টাকা পেতে পারেন। গ্র্যাচুইটিও কমপক্ষে প্রায় ৫০ লাখ টাকা পাবেন। এ বৈষম্য দূরীকরণে সরকার কর্তৃক উল্লেখযোগ্য বাস্তবসম্মত কোনো নীতি গ্রহণ করা হয়নি। আমরা যেসব কর্মকর্তা-কর্মচারী পূর্ণ পেনশন উত্তোলন করিনি এবং অবসর গ্রহণের পর ১৫ বছর বা বেশি সময় পূর্ণ হয়েছে এবং এখনও জীবিত আছি, তাদের আর্থিক অনটনের বিষয়টি বিবেচনা করা হয়নি। ইতোমধ্যে অনেকে রোগাক্রান্ত হয়ে চিকিৎসা ব্যয় সংকুলান করতে পারছেন না। অনেকে বাসস্থান ও সংস্থান করতে পারেননি। যেহেতু বর্তমান বাজারদর সবার জন্যই সমান, সেহেতু বিষয়টি বিবেচনা করা প্রয়োজন।

মো. সিরাজুল ইসলাম
অবসরপ্রাপ্ত কর্মকর্তা, ঢাকা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন