Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে চোরাই পণ্যসহ গ্রেফতার ৩

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

সিলেট মহানগরীর মোগলাবাজার ও এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার রাত ১টায় কোতয়ালী মডেল থানার এসআই অঞ্জন কুমার দাস ও এসআই খোকন দাস অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
এ সময় তাদের কাছ থেকে চোরাই কাজে ব্যবহৃত পিকআপ গাড়ি ও চোরাই বৃটিশ আমেরিকান টোবাকোর ৯০০ কার্টুন সিগারেট জব্দ করা হয়। গ্রেফতার বেলাল (৩১) গোয়াইনঘাটের চৌধুরীপাড়ার প্রয়াত আব্দুল কুদ্দুছের ছেলে, মো. জামাল উদ্দিন (৪০) এয়ারপোর্ট থানা এলাকার কান্দিপাড়া গ্রামের প্রয়াত মদরিছ আলীর ছেলে এবং ছফরুল ইসলাম রুমেল (৩১) দক্ষিণ সুরমার কদমতলীর প্রয়াত শফিক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতার আসামিরা গত মঙ্গলবার নগরীর লালদীঘিরপাড় নতুন মার্কেটস্থ ময়না মিয়া বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় চুরি করে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানের মালিক কামাল উদ্দিন বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ