Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

মঙ্গলবার ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন বন্ধ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৯, ১০:০২ পিএম

ব্যাংক হলিডের কারণে বছরের শেষ দিন আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশের কোন ব্যাংকে লেনদেন হবে না। আর ব্যাংকে লেনদেন বন্ধ থাকায় দেশের দুই পুঁজিবাজারেও লেনদেন হবে না। প্রথা অনুযায়ী, বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ‘ব্যাংক হলিডে’ থাকে। সে কারণে মঙ্গলবার ব্যাংকগুলোতে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। তবে এদিন বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংক খোলা থাকবে। মঙ্গলবার ক্যালেন্ডার শেষ হবে। দেশের সবগুলো ব্যাংক তাদের হিসাবের ক্ষেত্রে এই ক্যালেন্ডার অনুসরণ করে।

৩১ ডিসেম্বর লেনদেন সময় শেষ হওয়ার পর ব্যাংকগুলো তাদের বছরের হিসাব মেলাতে শুরু করে।

সারা দেশের বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে বার্ষিক ব্যালেন্সশিট প্রস্তুত করে থাকে। হিসাব বিবরণী প্রস্তুত করার কারণে ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে পালন করা হয়। ব্যাংক হলিডের কারণে মঙ্গলবার বাংলাদেশের দুই পুঁজিবাজারে কোন লেনদেন হবে না। সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে লেনদেন বন্ধ থাকার ঘোষণা দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুঁজিবাজার

২৯ সেপ্টেম্বর, ২০২১
৬ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ