প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চলচ্চিত্রে মুভিলর্ড খ্যাত ডিপজল দীর্ঘদিন পর চলচ্চিত্র নির্মাণ ও অভিনয়ে ফিরেছেন। একসঙ্গে তিনটি সিনেমার কাজ শুরু করেছেন। পর্যায়ক্রমে সিনেমাগুলোর কাজ শেষ করবেন। ইতোমধ্যে এগুলোর নির্মাণ কাজ শুরু হয়েছে। গত মাসে কক্সবাজারে গান এবং অ্যাকশন দৃশ্যের শূটিংয়ের মাধ্যমে সিনেমাগুলোর নির্মাণ কাজ শুরু করেন। সিনেমার বর্তমান সংকট নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, সিনেমার মূল সংকট গল্প। সময়োপাযুগী গল্প নিয়ে সিনেমা নির্মাণের ব্যর্থতা চলচ্চিত্রকে মন্দার দিকে ঠেলে দিয়েছে। দর্শক পছন্দ করেন বা করতে পারেন- এমন গল্পের সিনেমা নির্মিত হচ্ছে না। ফলে চলচ্চিত্র থেকে দর্শক ফিরে যাচ্ছে। আমাদের দর্শকের অভাব নেই। তারা ভাল গল্প পাচ্ছেন না বলেই আগ্রহ হারিয়ে ফেলছেন। আসলে সিনেমা নির্মাণের আগে গল্প নিয়ে গবেষণা করা উচিৎ। হুট করে গতানুগতিক নিয়ে বা গল্পের ধারাবাহিকতা ঠিক না রেখে সিনেমা নির্মাণ করলে দর্শক তা দেখবে কেন? বরং তারা বিরক্ত হয়। এই বিরক্তি থেকে চলচ্চিত্র সম্পর্কে তাদের মন্দ ধারণা সৃষ্টি হয়েছে। তারা মনে করছে, আমাদের দেশের সিনেমায় ভাল গল্প থাকে না, কাজেই এ সিনেমা দেখে অর্থ ও সময় লস করে লাভ নেই। নির্মাতারা যদি ভাল গল্প নিয়ে সময়োপযুগী সিনেমা নির্মাণ করেন, তবে দর্শক তা দেখবেই। এখন সময় বদলেছে, মানুষের জীবনধারাও বদলেছে। তাদের জানার পরিধীও বেড়েছে। পুরো পৃথিবীর খবর তারা মুহূর্তে জানতে পারছে। এ অবস্থায় গতানুগতিক বা পুরনো ধ্যানধারণা নিয়ে সিনেমা নির্মাণ করলে তা তারা দেখবে কেন? নির্মাতাদের এ বিষয়টি মাথায় রেখে সিনেমা নির্মাণ করতে হবে। আমি চেষ্টা করছি, দর্শকের পছন্দ অনুযায়ী তাদের মনের মতো সিনেমা নির্মাণ করতে। বর্তমানে যে সিনেমাগুলো নির্মাণ করছি সেগুলোতে দর্শক ভিন্ন ধরনের গল্প দেখতে পাবেন। একটি সিনেমা থেকে তারা যা চান, তা পাবেন। ডিপজল বলেন, সারাজীবন আমি সিনেমাতেই কাজ করেছি। আমার ধ্যান-জ্ঞান সবই সিনেমাকে কেন্দ্র করে। আমরা রক্তে সিনেমা মিশে আছে। এখন এই বয়সে আর অন্য কিছু নিয়ে ভাবতে চাই না, বাকি জীবন সিনেমা করেই কাটিয়ে দিতে চাই। নতুন বছরে একে একে আমার বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাবে। আশা করি, দর্শক বঞ্চিত হবেন না। তারা আমার কাছ থেকে যে ধরনের সিনেমা আশা করেন, তাই তারা পাবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।