Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

তথ্য নিতে গেলে ঝাঁটাপেটা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

শুরুতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা দেখা গেছে পশ্চিমবঙ্গ, কেরালা, পাঞ্জাবে। তারপর একে একে যোগ হয়েছে মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, রাজস্থান, উত্তরপ্রদেশ, আসাম। সেই তালিকা আরো বাড়ছে। এবার সিএএ, এনআরসি, এনপিআর-এর বিরোধিতার কথা ঘোষণা করেছেন বিজেপির জোটসঙ্গী বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। অনেকেই মনে করছেন, এরই মধ্যে জারি হওয়া এনপিআর-এর (ন্যাশনাল পপুলেশন রেজিস্টার) বিজ্ঞপ্তিতেই আসলে এনআরসি-র সূচনা হয়ে গেছে। মমতা ব্যানার্জি সেই এনপিআর স্থগিতের ঘোষণা করেছেন রাজ্যে। শুধু ঘোষণা নয়, রীতি মতো সরকারি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। আর এ পরিস্থিতিতে ‘বিতর্কিত’ মন্তব্য করে তাপ বাড়ালেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত ম-ল। রবিবার বীরভূমের পাইকরে নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিক তালিকার বিরোধিতা করতে গিয়ে অনুব্রত অন্যদের বলেন, বাড়িতে সার্ভে করতে গেলে ঝাঁটাপেটা করবেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকতে আপনাদের চিন্তা করতে হবে না। কিন্তু বাড়িতে যদি কেউ আসে আপনার ও আপনার পরিবারের বিস্তারিত সবকিছু জানতে, তাহলে ঝাঁটাপেটা করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয় আগাগোড়া বলে আসছিল, নাগরিকত্ব কেন্দ্রীয় তালিকার বিষয়। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তথ্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ