Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৯, ১:২৫ পিএম

আসন্ন ঢাকা সিটি নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের সাক্ষাৎকার চলার মধ্যেই রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর সোয়া ১২টার দিকে পার্টি অফিসের সামনে কে বা কারা একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

দুপুর ১টা ১০ মিনিটের দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, ‘সিটি নির্বাচনে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতেই সরকার এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তারা ককটেল হামলা চালিয়ে উদ্দেশ্যমূলকভাবে মামলা দিতে চাইবে বিএনপি নেতাকর্মীদের নামে। আমরা এই ককটেল হামলায় তীব্র নিন্দা জানাই।’

এ প্রতিবেদন লিখা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকা ঘিরে রেখেছে পুলিশ। গোটা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।



 

Show all comments
  • ** হতদরিদ্র দীনমজুর কহে ** ২৯ ডিসেম্বর, ২০১৯, ১:৪১ পিএম says : 0
    নির্বাচন নিয়ে সহিংসতার একটি পুর্বাভাস, মনে হয় একটি ষড়যন্ত্রের আবাস দিলো এই ককটেল হামলা।এখন দেখার বিষয়, মিথ্যার কাছে কে হেরে যায়।না কি সত্য প্রকাশ পায়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ