Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টে গেল এসি বাস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৯, ১:০৮ পিএম

কুমিল্লার বুড়িচং উপজেলার নাজিরা বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস উল্টে জিয়া উদ্দিন নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৯ জন। রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিয়াউদ্দিন কুমিল্লার চৌদ্দগ্রামের কুঞ্জশ্রী গ্রামের জানু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নাজিরা বাজারে ফেনী থেকে ঢাকা যাওয়ার পথে স্টার লাইন পরিবহনের একটি এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে রাস্তায় উল্টে যায়। এ সময় বাসটির অন্তত ২০ জন যাত্রী আহত হন। ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ