Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মতিঝিল-সাভার রুটে নতুন এসি বাস

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৫ মে, ২০১৯, ১২:০৮ এএম

রাজধানীর মতিঝিল-সাভার রুটে চালু হয়েছে নতুন এসি বাস সার্ভিস লাল-সবুজ। মতিঝিল থেকে গুলিস্তান, ফার্মগেট হয়ে সাভার পর্যন্ত মোট ২০টি বাস চলাচল করবে। গত শুক্রবার দুপুরে হেমায়েতপুর মোল্লা ফিলিং স্টেশনের সামনে ব্যক্তি মালিকানাধীন এই নতুন সার্ভিসের উদ্বোধন করা হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাসটির সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ৫০ টাকা। সাভার থেকে টেকনিক্যাল মোড় পর্যন্ত ৫০ টাকা, সাভার থেকে কাওরানবাজার ১০০ টাকা, সাভার থেকে মতিঝিল পর্যন্ত ১৫০ টাকা ভাড়া নির্ধারণ করেছে কোম্পানিটি। সাভার রেডিও কলোনি, সাভার বাজার বাসস্ট্যান্ড, হেমায়েতপুরে এর কাউন্টার চালু হয়েছে। পরবর্তীতে গেন্ডা ও ব্যাংক টাউনে কাউন্টার হবে। কিছুদিন পর ‘লাল সবুজ’ সাভারের বাইপাইল থেকে ঢাকার চিটাগাং রোড পর্যন্ত চলাচল করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ