Inqilab Logo

শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

মঠবাড়িয়ায় কৃষকের বসত ঘরসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৯, ২:৪৫ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালী বাজারের পার্শ্ববর্তী (ওয়াহেদাবাদ গ্রাম) কৃষক মোঃ সগীর খাঁর (৪৫) বসত ঘর শনিবার সকাল ৯টার দিকে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুনে নতুন ঘর তোলার জন্য ঘরে রাখা নগদ প্রায় দেড় লক্ষাধিক টাকা, জমির দলিলপত্র সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। সগীর খাঁ ওয়াহেদাবাদ গ্রামের মৃত আ: জব্বার খাঁর ছেলে। তার স্ত্রী জাহানারা বেগম ৪ বছর ধরে সউদী প্রবাসী। মঠবাড়িয়া ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আগুন নিভে যাওয়ার পর ঘটনা স্থলে পৌঁছে।

জানাযায়, প্রতিদিনের ন্যায় শনিবার সকালে চুলায় রান্না করে খেয়ে সগীর মিরুখালী বাজারে সবজি বিক্রি করতে যায় এবং একমাত্র সন্তান রুবেল স্কুলে যায়। এসময়ে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে বসত ঘরে ছড়িয়ে পরে। স্থানীয় লোকজন ঘন্টাব্যাপী পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গৃহকর্তা সগীর খাঁ জানান, ঘর তৈরির জন্য ইট, রড ও বালু ক্রয়ের জন্য ঘরে রক্ষিত দেড় লক্ষাধিক নগদ টাকা, জমির দলিল পত্র এবং পাসপোর্টসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালমাল পুরে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভস্মীভূত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ